নোয়াখালীতে অপহৃত শিশু উদ্ধার, আটক ২

নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে অপহৃত এক শিশুকে সুবর্ণচর থেকে উদ্ধার করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2017, 12:51 PM
Updated : 28 August 2017, 01:02 PM

সোমবার দুপুরে সুর্বণচরের চরজুবলি ইউনিয়নের আটকপালিয়া বাজার থেকে শিশুটিকে উদ্ধার করা হয় বলে কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান জানান।

উদ্ধার মো. রনি (৬) কবিরহাটের ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া গ্রামের কামরুল ইসলামের ছেলে। সে নলুয়া শরীয়তনগর মিফতাহুল উলুম তালিমুল কোরআন মাদ্রাসার ছাত্র।

এ সময় দুই অপহরণকারীকে আটক করা হয়েছে।

এদের মধ্যে একজন সুবর্ণচর উপজেলার নলুয়া গ্রামের মইদুল হকের ছেলে বেলাল হোসেন (১৯)। আরেকজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার নাম প্রকাশ করা হলো না।

ওসি জানান, রোববার দুপুরে ললিপপ কিনে দেওয়ার কথা রনিকে মাদ্রাসার সামনে থেকে একটি বাইসাইকেলে তুলে নেয় অপহরণকারীরা। মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিকে জানায়।

“ওই দিন বিকালে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করে রনির পরিবারের কাছে একটি ফোনও আসে।”

তিনি বলেন, সোমবার সকালে ধানসিঁড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আলম ভূইয়া অপহরণকারী বেলাল আটক করেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আরেক অপহরণকারীকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা রনিকে পালিয়া বাজারের একটি দোকানে আটক করে রাখার কথা স্বীকার করলে স্থানীয় জনপ্রতিনিধির সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করা হয় বলে জানান ওসি।