নারায়ণগঞ্জে পর্নোগ্রাফি ও পাইরেসি চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে পর্নোগ্রাফি ও পাইরেসি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2017, 11:30 AM
Updated : 28 August 2017, 11:30 AM

উপজেলার কাঁচপুরের সোনাপুর এলাকার মতিন খান প্লট মার্কেট ও দেলোয়ার সুপার মাকের্টের বিভিন্ন কম্পিউটারের দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে সোমবার র‌্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

গ্রেপ্তাররা হলেন ফাহাদ (১৯), শাহ আলম (৩৫), রতন মিয়া (২৭), শামীম (৩২) ও ইউসুফ আলী (২৫)।

এ সময় তাদের কাছ থেকে কম্পিউটারের সাতটি মনিটর ও সাতটি সিপিইউ উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের সিনিয়র এএসপি মো. জসীমউদ্দিন চৌধুরী স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে পর্নোগ্রাফি, বিভিন্ন শিল্পীদের অশ্লীল গান ও সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি পাইরেসি করে ব্যবসা করে আসছিল।বিষয়টি র‌্যাব জানতে পেরে রোববার রাতে অভিযান চালিয়ে পর্নোগ্রাফি ও পাইরেসির কাজে ব্যবহৃত কম্পিউটার সরঞ্জামাদিসহ তাদেরকে গ্রেপ্তার করে।

এদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ কপিরাইট আইনে মামলা করা হবে বলে জানানো হয়েছে।