জামালপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে কৃষকের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা আরোহী এক কৃষকের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও চারজন।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2017, 08:41 AM
Updated : 28 August 2017, 08:41 AM

সোমবার বেলা ১১টার দিকে রাঁধানগর এলাকার তারাকান্দি-ভূয়াপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে তারাকান্দি তদন্ত কেন্দ্রের পরিদর্শক জোয়াহের হোসেন জানান।

নিহত ফকির আলীর (৬৫) বাড়ি মাদারগঞ্জ উপজেলার কাতলামারী গ্রামে।

পরিদর্শক জোয়াহের বলেন, কয়েকজন কৃষক রোপা আমনের বীজ সংগ্রহ করতে মাদারগঞ্জ থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই অটো আরোহী ফরিক আলীর মৃত্যু হয় বলে জানান তিনি।       

আহত হন একই গ্রামের আসাদুল্লাহ (৪২), আব্দুল বারেক (২৭), খোকা মণ্ডল (৭৫) ও কাঠমা গ্রামের হাবিবুর রহমান (৬০)। তাদের উদ্ধার করে যমুনা সারকারখানা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে ট্রাকটি ফেলে রেখে পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নেওয়া হয়েছে।