শেরপুরে ভেসে আসা ভারতীয় বৃদ্ধের মৃতদেহ হস্তান্তর

শেরপুরের নালিতাবাড়ীর ভোগাই নদী থেকে উদ্ধার এক ভারতীয় বৃদ্ধের মৃতদেহ সেদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2017, 06:23 PM
Updated : 27 August 2017, 06:23 PM

রোববার নাকুগাঁও সীমান্ত দিয়ে ভারতের পুলিশের কাছে ওই মৃতদেহ হস্তান্তর করেছে বাংলাদেশের পুলিশ।

এ সময় দুই দেশের পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ

সদস্যরা উপস্থিত ছিলেন।

নালিতাবাড়ী থানার ওসি একেএম ফছিহুর রহমান বলেন, গত ১১ মে ভারতের দক্ষিণ তুরা জেলার বাগমারা থানার বাগমারা গ্রামের মৃত প্রমোদ মইনের ছেলে ইলিন মইন (৫৯) নদীতে ডুবে মারা যান।

“পরদিন (১২ মে) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ঘাটপাড়া এলাকায় ভোগাই নদীর ঘাট থেকে ইলিনের মৃতদেহ অজ্ঞাত হিসেবে উদ্ধার করে নালিতাবাড়ী থানা পুলিশ।”

ওসি বলেন, মৃতদেহটি ভারতীয় বলে ধারণা করায় সে দেশের বিজিবির মাধ্যমে মৃতদেহের ছবি পাঠানো হলে পরিচয় নিশ্চিত করে ভারতীয় পুলিশ। এরপর শেরপুর জেলা সদর হাসপাতালের  হিমঘরে রেখে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে রোববার বিকালে মৃতদেহটি হস্তান্তর করা হয়।