বিডিনিউজ টোয়েন্টিফোরের ঠাকুরগাঁও প্রতিনিধির উপর হামলা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঠাকুরগাঁও প্রতিনিধি শাকিল আহমেদসহ দুই সাংবাদিককে পিটিয়ে জখম করেছে স্থানীয় কয়েকজন যুবক।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2017, 03:42 PM
Updated : 27 August 2017, 03:49 PM

রোববার রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় এ ঘটনা ঘটে বলে শাকিল জানান।

আহত অপরজন হলেন স্থানীয় সাপ্তাহিক উত্তর কথার জুনাইদ কবির। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাকিল জানান, একটি সংবাদ সংগ্রহের জন্য একটি মোটরসাইকেলে স্থানীয় সাপ্তাহিক উত্তর কথার জুনাইদ কবিরকে সঙ্গে নিয়ে হরিপুর যাচ্ছিলেন শাকিল।

“পথে রানীশংকৈল উপজেলার নেকমরদহাট এলাকায় একটি রিকশা ভ্যান তাদের মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়।”

এ ঘটনার প্রতিবাদ করলে স্থানীয় ডিজেল চালিত থ্রি হুইলারের (পাগলু হিসেবে পরিচিত) কর্মচারী মো. ইমরানের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয় বলে শাকিল জানান।

শাকিল বলেন, এক পর্যায়ে ইমরান ও তার লোকজন শাকিল ও জুনাইদের উপর হামলা চালায়। তখন শাকিল ও জুনাইদ মোটরসাইকেল ফেলে পাশের দুর্লভপুর গ্রামে আশ্রয় নিলে ইমরান ও তার লোকজন তাদের খুঁজে বের করে রড-লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে।

পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে বলে শাকিল জানান।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিশা আক্তার রুপা বলেন, আহত দুই সাংবাদিকের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাদের দুই জনকেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রানীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় দুই সাংবাদিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।