সালিশে গৃহবধূ নির্যাতনের ঘটনায় ইউপি সদস্য গ্রেপ্তার

কুষ্টিয়ার মিরপুরে সালিশ বৈঠকে গৃহবধূ নির্যাতনের ঘটনায় স্থানীয় এক ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2017, 12:10 PM
Updated : 27 August 2017, 12:15 PM

রোববার বলিদাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান।

গ্রেপ্তার মোজাম্মেল হক বকুল উপজেলার বাড়ুইপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।

গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

গত ২১ অগাস্ট রাতে  উপজেলার বলিদাপাড়া গ্রামে পাতানো মামার সঙ্গে অবৈধ সম্পর্কের  অভিযোগ তুলে গ্রাম্য সালিশে এক গৃহবধূকে শারীরিক নির্যাতন করা হয়। গুরুতর আহত ওই গৃহবধূকে পাঁচদিন বিনা চিকিৎসায় ঘরে আটকে রাখার অভিযোগ উঠে ইউপি সদস্য মোজাম্মেল হক বকুল ও তার অনুসারীদের বিরুদ্ধে।

গণমাধ্যম কর্মীদের মাধ্যমে সংবাদ পেয়ে গত ২৫ অগাস্ট দুপুরে মিরপুর থানার ওসি তাকে উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান।