গোপালগঞ্জে বাস খাদে পড়ে বাবা-ছেলেসহ নিহত ৩

গোপালগঞ্জে নৈশ কোচ খাদে পড়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2017, 03:37 AM
Updated : 27 August 2017, 09:52 AM

রোববার ভোর ৪টার দিকে শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক নিয়ামূল হুদা জানান।

নিহতরা হলেন পিরোজপুরের লাহুড়ি গ্রামের মহিউদ্দিন মৃধা (৩৫) , তার ছেলে রাহাত মৃধা (৫) ও বাসের সুপার ভাইজার ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার শিমুল (২৮)।

আহতদের গোপালগঞ্জ  সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা নিয়ামূল বলেন, ‘গোল্ডেল লাইন’ পরিবহনের নৈশ কোচটি ঢাকা থেকে পিরোজপুর যাচ্ছিল। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে এক শিশুসহ তিনজন ঘটনাস্থলে মারা গেছেন।

আহত বাসযাত্রী ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাসুদ রানা বলেন, “চোখে ঘুম নিয়ে ড্রাইভার দ্রুত গতিতে বাস চালাচ্ছিল। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশে খাদে পানিতে পড়ে যায়।”

ঈদের ছুটিতে পিরোজপুরে গ্রামের বাড়ি যাচ্ছিলেন বলে জানান তিনি।