বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল জাদুঘরের সামনে অবৈধ পশুর হাট

ভোলা সদরে আলীনগরের মৌটুপি গ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট বসানো হয়েছে, যার জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি।

আহাদ চৌধুরী তুহিন ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2017, 11:24 AM
Updated : 26 August 2017, 11:31 AM

স্থানীয় আওয়ামী লীগ নেতা সেলিম জমাদ্দার অবৈধভাবে এ হাট বসিয়েছেন। তাকে নিষেধ করলেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ করেন আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির আহমেদ।

বশির আহমেদ বলেন, সেলিম জমাদ্দার সম্পূর্ণ অবৈধভাবে মোস্তফা কামাল গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে পশুর হাট বসিয়েছেন। এতে এর পরিবেশ নষ্ট হচ্ছে।

গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের কেয়ারটেকার মো. সেলিম বলেন, এখানে পশুরহাট বসানোর কারণে এখানকার পরিবেশ নোংরা হচ্ছে।

“গত কয়েকবছর ধরে তারা এখানে অবৈধভাবে পশুর হাট বসাচ্ছে, পত্রিকায় খবরও ছাপা হয়েছে, কিন্তু অবৈধ পশুর হাট বন্ধ হচ্ছে না।”

ভোলা  সদর উপজেলা নির্বাহী অফিসার মৃধা মো. মোজাহিদুল ইসলাম বলেন, “বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে জানলে ভাল হতো। সাংবাদিকের মাধ্যমে জেনেছি, এখন ব্যবস্থা নেব।”

এ ব্যাপারে সেলিম জমাদ্দারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।