রেলক্রসিংয়ে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ২

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অরক্ষিত লেভেল ক্রসিংয়ে পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2017, 10:33 AM
Updated : 26 August 2017, 10:33 AM

এ দুর্ঘটনার পর রাজশাহী-ঢাকা রুটে সাময়িক ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শনিবার দুপুরে উপজেলার বক্তারপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে বলে গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. আখতারুজ্জামান জানান।

নিহতরা হলেন পিকআপের চালক ও তার সহকারী। তাদের একজনের নাম বাবু বলে জানা গেলেও তিনি চালক না সহকারী তা জানা যায়নি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আখতারুজ্জামান জানান, বেলা আড়াইটার দিকে রেলক্রসিং পার হওয়ার সময় পিকআপ ভ্যানটি হঠাৎ থেমে যায়। এ সময়  ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষের পর পিকআপটি ট্রেনের সঙ্গে আটকে যায়।

“ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার পিকআপটি হেঁচড়ে নিয়ে যায় ট্রেন। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার নিহত হয়।”

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় বলে জানান তিনি।

জয়দেবপুর রেল জংশনের মাস্টার মো. শাহজাহান জানান, ওই রেলক্রসিংটি অরক্ষিত এবং কোনো গেইটম্যান ছিল না। ঘটনার পর থেকে রাজশাহী-ঢাকা রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।

ফলে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস এবং দ্রুতযান এক্সপ্রেস ট্রেন দুইটি আশে-পাশের স্টেশনে যাত্রাবিরতি করছে বলে জানান তিনি।