খুলনার সঙ্গে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক

কুষ্টিয়ার পোড়াদহে লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত লাইন মেরামত শেষে ১৮ ঘণ্টা পর খুলনার সঙ্গে রেল যোগাযোগ পুরোপুরি স্বাভাবিক হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2017, 10:11 AM
Updated : 26 August 2017, 10:14 AM

শনিবার বেলা ২টা থেকে আপ ও ডাউন লাইন দুটি সচলের সংবাদ নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল বিভাগীয় ম্যানেজার (পাকশী) অসীম কুমার তালুকদার।

এর আগে সকালে এ লাইনে আংশিক চলাচল শুরু হয়।

পোড়াদহ স্টেশন মাস্টার শরীফুল ইসলাম জানান, পাকশী থেকে আসা উদ্ধারকারী দল মধ্যরাত থেকে কাজ শুরু করে। শনিবার সকাল ৭টার দিকে ট্রেনটি উদ্ধার করা হয়।

“এ সময় দুইটি লাইনের মধ্যে একটি সচল হওয়ায় আংশিক রেল যোগাযোগ শুরু হয়। পরে ক্ষতিগ্রস্ত লাইন মেরামত শেষ করে বেলা ২টার দিকে খুলনার সঙ্গে রেল যোগাযোগ পুরোপুরি স্বাভাবিক হয়।”

শুক্রবার রাত ৮টায় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘সাগরদাঁড়ী এক্সপ্রেস’ কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশনের প্রধান গেইটের সামনে আসার পর ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুৎ হয়। এতে আপ ও ডাউনের সকল ট্রেন চলাচল বন্ধ হওয়ায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গসহ ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ সময় বিভিন্ন স্টেশনে আটকে পড়া ট্রেন যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।