কুষ্টিয়ায় ৮ ঘণ্টা পর ট্রেন চালু

কুষ্টিয়ার পোড়াদহে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে খুলনার পথে বন্ধ থাকা ট্রেন চলাচল আট ঘণ্টা পর আবার শুরু হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2017, 04:54 AM
Updated : 26 August 2017, 04:54 AM

রেলওয়ে পশ্চিমাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানিয়েছেন, লাইনচ্যুত সাগরদাড়ি এক্সপ্রেসটি উদ্ধার করার পর শনিবার সকাল সাড়ে ৬টার দিকে খুলনার সঙ্গে আবার রেল যোগাযোগ চালু হয়।

খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সাগরদাড়ি শুক্রবার রাত ৮টায় পোড়াদহ রেলওয়ে জংশনে লাইনচ্যুত হলে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এরপর ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে সাগরদাড়িকে লাইনে তুললে রেল যোগাযোগ শুরু হয়।