ফরিদপুরে ছেলেকে ‘হত্যার পর’ মায়ের ‘আত্মহত্যা’

দুই বছরের ছেলেকে ‘শ্বাসরোধে হত্যার পর’ এক গৃহবধূর ‘আত্মহত্যার’ খবর পাওয়া গেছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2017, 01:20 PM
Updated : 25 August 2017, 01:20 PM

ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের বরাইল গ্রামে শুক্রবার এ ঘটনা ঘটে বলে মধুখালী থানার ওসি মো. রুহুল আমিন জানান।

মৃতরা হলেন বড়াইল গ্রামের আমীর শেখ ওরফে ফেলার স্ত্রী ফরিদা বেগম (২৫) ও তাদের ছেলে রসুল শেখ (২)।

গাজনা ইউপি সদস্য আলমগীর হোসেন কবিরের বরাত দিয়ে ওসি বলেন, “শুক্রবার সকালে ফেলার বড় ভাই আলমগীরের স্ত্রীর সঙ্গে ফরিদার কথা কাটাকাটি হয়। পরে ফরিদা ঘরে গিয়ে ছেলেকে শ্বাসরোধে হত্যা করে এবং নিজেই গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।”

বেলা ১০টার দিকে ওই বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি রুহুল ।

তবে গাজনা ইউপির চেয়ারম্যান মান্নান মোল্লা বলেন, “ফেলা  দিনমজুর। অভাব অনটনের কারণেই এমনটি ঘটেছে বলে স্থানীয়দের কাছ থেকে জেনেছি আমি।”

ছেলেকে ‘হত্যার পর’ মায়ের ‘আত্মহত্যার’ বিষয়ে পুলিশ কর্মকর্তা রুহুল বলেন, পারিবারিক অশান্তি অথবা সংসারের অভাব অনটনের কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত শেষে বিষয়টি স্পষ্ট হবে।