ধুনটে বাঙালি নদীর পানিতে ফসল প্লাবিত

বগুড়ার ধুনট উপজেলায় একটি রাস্তা ভেঙে বাঙালি নদীর পানিতে বহু ফসলি জমিসহ মাছ চাষের জলাশয় প্লাবিত হয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2017, 03:51 PM
Updated : 24 August 2017, 03:51 PM

বৃহষ্পতিবার বিকালে নিমগাছি ইউনিয়নে রাস্তা ভেঙে পানি ঢোকে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা বলেন, বাঙালি নদীর কোনো বাঁধ ভাঙেনি। নদীর পানি বৃদ্ধির ফলে একটি রাস্তা ভেঙে গিয়ে নিম্নাঞ্চলে ফসলি জমিতে পানি ঢুকে পড়েছে।

“পানির চাপ বেশি থাকায় সেখানে কাজ করা যাচ্ছে না। পানির চাপ কমার পর রাস্তাটি সংস্কার করা হবে। বিকেলে খবর পাওয়ার পর সেখানে লোক পাঠানো হয়েছে।

কে বা কারা ওই রাস্তাটি কেটে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।