সেন্টমার্টিন পরিবহন থেকে ইয়াবা উদ্ধার, চালক আটক

দেড় লাখ ইয়াবাসহ কক্সবাজার থেকে ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাসের চালককে আটক করেছে র‌্যাব।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2017, 02:21 PM
Updated : 22 August 2017, 02:21 PM

মঙ্গলবার দুপুরে ফেনীর রামপুর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয় বলে জানান র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম।

আটক মো. আতিকুল্লাহ আতিক (৬৫) ঢাকার মিরপুর ব্লক-ই গাবতলী এলাকার প্রথম কলোনী ২৭২/১বি এর বাসিন্দা।

র‌্যাব কর্মকর্তা শাফায়াত জামিল ফাহিম বলেন, গোপন খবরে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র‌্যাব। এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি শীতাতাপ নিয়ন্ত্রিত বাসে তল্লাশি চালানোর সময় চালক আতিকুল্লাহ আতিকের পকেট থেকে ১০টি নীল রংয়ের পলিপ্যাকে দুই হাজার ইয়াবা পাওয়া যায়।

“পরে জিজ্ঞাসাবাদে বাসের রেফ্রিজারেটরের ভেতর খাকি রংয়ের স্কচটেপ মোড়ানো নীল রংয়ের পলিপ্যাকে আরও এক লাখ ৪৮ হাজার ইয়াবা পাওয়া যায়।”

উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য প্রায় সাড়ে সাত কোটি টাকা বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।