বন্যার্তদের জন্য একদিনের বেতন দেবেন বাকৃবির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2017, 04:56 PM
Updated : 21 August 2017, 04:56 PM

সোমবার বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মো. জসিমউদ্দিন খান এ কথা জানান।

তিনি বলেন, “আজ বিশ্ববিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী নেতৃবৃন্দ উপস্থিতিতে বন্যার্তদের জন্য একদিনের বেতন দেওয়া সিদ্ধান্ত হয়।”

সংগৃহীত অর্থের দুই-তৃতীয়াংশ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এবং অবশিষ্ট অর্থ বন্যা দুর্গত এলাকার মানুষের সহায়তায় ত্রাণ সামগ্রী হিসাবে বীজ, সবজি চারা, ধানের চারা, খাদ্য, গোখাদ্য, পশু চিকিৎসা সামগ্রী, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ঔষধ দেওয়া হবে বলে জানান উপ উপাচার্য।