বাঁধ ভেঙে আক্কেলপুর শহর প্লাবিত

তুলশীগঙ্গা নদীর পানি কমলেও রক্ষা বাঁধ ভেঙে জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2017, 03:35 PM
Updated : 19 August 2017, 03:58 PM

শনিবার সকালে বাঁধ ভাঙার যাওয়ার পর শহরের ডাক বাংলা, নিচা বাজারসহ কয়েকটি এলাকায় পানিতে বাড়িঘর তলিয়ে যায়। হঠাৎ এ ঘটনায় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।

আক্কেলপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদসহ স্থানীয়রা অভিযোগ করেন, বাঁধটি কয়েকদিন ধরে ঝুঁকিপূর্ণ থাকলেও পানি উনয়ন বোর্ড কোনো উদ্যোগ নেয়নি। পৌর এলাকায় তেমন পানি ছিল না, বাঁধ ভাঙার কারণেই শহরে পানি উঠেছে।

পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে এমন ঘটনা ঘটেছে কবলে অভিযোগ করেন আক্কেলপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কমল।

এ ব্যাপারে জয়পুরহাট পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম নজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত কয়েকদিন ধরেই তুলশীগঙ্গা নদীর পানি বিপদসীমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। দুদিন থেকে বিপদসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছে। পানি কিছুটা কমলেও স্রোতের কারণে বাঁধ ভেঙেছে।

বিকাল পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের সদস্যসহ স্থানীয়রা বাঁধটি মেরামত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান নজমুল হক।

জয়পুরহাটের সিভিল সার্জন হাবিবুল আহসান বলেন, বন্যার কারণে এখনও জেলার পানিবাহিত রোগের প্রাদুর্ভাব না ঘটলেও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নয়টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।