দিনাজপুর মেডিকেলে ‘ভুয়া ডাক্তার’ আটক, চিকিৎসক বরখাস্ত

দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক সেজে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2017, 12:12 PM
Updated : 19 August 2017, 12:12 PM

ওই ব্যক্তিকে সহায়তার অভিযোগে হাসপাতালের এক চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম আকস্মিক পরিদর্শনে যাওয়ার পর এ ঘটনা ঘটে।

মাহবুব আলম নামের ওই ব্যক্তিকে পুলিশে দিয়েছেন হুইপ ইকবালুর রহিম।  

হুইপের সঙ্গে থাকা দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হুইপ হাসপাতাল পরিদর্শনে গিয়ে দেখেন হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার রিয়াসাত মাহবুব ফাঁকা ব্যবস্থাপত্রে স্বাক্ষর করে ‘ভুয়া চিকিৎসক’ মাহবুব আলমকে দেন।  

“এপ্রোন পরিহিত ভুয়া চিকিৎসক মাহবুব রোগী দেখে ডা. রিয়াসাত মাহবুবের স্বাক্ষর করা ব্যবস্থাপত্রের ফাঁকা স্থানে ওষুধ লিখে দিচ্ছেন। এ সময় ডা. রিয়াসাত এপ্রোন ছাড়াই স্বাভাবিক পোশাকে পাশের চেয়ারে বসেছিলেন।”

ওয়াহেদ জানান, ইকবালুর রহিম ‘ভুয়া চিকিৎসক’ মাহবুবকে ব্যবস্থাপত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করেন এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে ফোনে জানান।

হাসপাতালের পরিচালক সারোয়ার জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. রিয়াসাত মাহবুবকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে।