নোয়াখালীতে মাজারের খাদেম হত্যায় মামলা

নোয়াখালীর সোনাইমুড়ীতে মাজারের খাদেমকে হত্যায় দুই যুবককে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2017, 09:34 AM
Updated : 17 August 2017, 09:38 AM

সোনাইমুড়ী থানার ওসি ইসমাইল মিয়া জানান, বৃহস্পতিবার দুপুরে নিহত সোনা মিয়ার (৬৫) স্ত্রী নিলুফার বাদী হয়ে এই মামলা করেন।

আসামিরা হলেন- উপজেলার নদনা ইউনিয়নের শাকতলা গ্রামের নূর মোহাম্মদের ছেলে ইলিয়াছ (২২) ও একই গ্রামের আসিফের ছেলে সুজন (২০)।

শরীয়তপুর সদরের হাদিপুর গ্রামের সোনা মিয়া নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আফজল শাহ্ মাজারের খাদেম ছিলেন।

মামলার এজাহারে বলা হয়, বুধবার রাত ৮টার দিকে তিন যুবক মাজারে মোমবাতি দেওয়ার কথা বলে ভেতরে প্রবেশ করে। কিছুক্ষণ পর খাদম সোনা মিয়াকে মাজারের পাশে ঝোপের কাছে কোপানো ও গলাকাটা অবস্থায় পাওয়া যায়। 

পরে খাদেমের স্ত্রী তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করলে এলাকাবাসী গিয়ে ধাওয়া করে ইলিয়াছ ও সুজনকে আটক করে।

ওসি ইসমাইল বলেন, ইলিয়াছ ও সুজন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।