বন্যায় ভাঙল তারাকান্দি-ভুয়াপুর সড়ক

জামালপুরের তারাকান্দি-ভুয়াপুর সড়ক ভেঙে উত্তরবঙ্গে যমুনা ফার্টিলাইজার কারখানার সার সরবরাহ বন্ধ রয়েছে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2017, 08:51 AM
Updated : 17 August 2017, 08:51 AM

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নবকুমার চৌধুরী জানিয়েছেন, তারাকান্দি উপজেলার আওনা ইউনিয়নের ইস্তল এলাকায় তারাকান্দি-ভুয়াপুর সড়ক ২০ মিটার ভেঙে গেছে।

এখান দিয়ে পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত করছে জানিয়ে তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ড বালিভর্তি ব্যাগ ফেলে মেরামতের চেষ্টা করছে।

এছাড়া সড়কটি অনেক জায়গায় ফুটো হয়ে সেখান দিয়ে পানি ঢুকছে বলে খবর পাওয়া গেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী শাহজাহান সিরাজ বলেন, সড়কটির অনেক জায়গায় লিকেজ হয়েছে। ১০টিরও বেশি পয়েন্টে কাজ চলমান রয়েছে। এ কারণে এ সড়কে ভারি যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

তারাকান্দি-ভুয়াপুর সড়ক দিয়ে যমুনা ফার্টিলাইজারের সার উত্তরবঙ্গে সরবরাহ করা হয়।

তারাকান্দি ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির সভাপতি আওনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেল্লাল হোসেন জানান, সড়ক ভেঙে যাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে যমুনা সারকারখানার সার উত্তবঙ্গের ১৬ জেলায় পরিবহন বন্ধ রয়েছে।