ফরিদপুরে বন্যার অবনতি

ফরিদপুরে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে, শতাধিক গ্রাম প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2017, 06:56 AM
Updated : 17 August 2017, 09:34 AM

জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম জানিয়েছেন, গত ১২ ঘণ্টায় পদ্মার পানি গোয়ালন্দ পয়েন্টে ১৬ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৯২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানিতে তলিয়ে যাওয়ায় গোলডাঙ্গী-মোহাম্মদপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে জানিয়ে তিনি বলেন, বন্যায় জেলার বিভিন্ন এলাকায় শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষের চলাফেরায় সমস্যা হচ্ছে।

পদ্মা ছাড়াও আড়িয়াল খাঁ, কুমার ও মধুমতী নদীর পানিও বিপৎসীমার ওপরে বইছে বলে তিনি জানান।

জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ মল্লিক বলেছেন, বন্যার কারণে নিম্নাঞ্চলের ২৯টি স্কুল বন্ধ রাখা হয়েছে।