হবিগঞ্জে ব্যবসায়ীর লাশ উদ্ধার

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকায় এক ব্যবসায়ীর লাশ পাওয়া গেছে; যাকে জমির বিরোধে চাচাত ভাইয়েরা হত্যা করেছে বলে ধারণা পুলিশের।

হবিগঞ্জ প্রতনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2017, 10:32 AM
Updated : 15 August 2017, 10:32 AM

মঙ্গলবার দুপুরে চরগাও গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান নবীগঞ্জ থানার ওসি এস এম আতাউর রহমান।

নিহত গোলাপ আলী (৫৫) ওই গ্রামের মৃত মোবারক মিয়ার ছেলে। এলাকায় তার নার্সারী রয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চাচাত ভাই তালেব আলীর স্ত্রী সাকিরা বেগমকে (৪৫) আটক করেছে পুলিশ।

ওসি জানান, জমি নিয়ে গোলাপ আলীর সঙ্গে চাচাত ভাই তালেব আলীর বিরোধ চলছিল। সোমবার বিকালে গোলাপ আলীর ঘরের উপর দিয়ে ডিশ লাইন টানানো নিয়ে তালেব আলীর সঙ্গে ঝগড়া এবং পরে সংঘর্ষ হয়।

“এ সময় তালেব আলীর লোকজন গোলাপের ছেলে সুমন মিয়াকে মারধর করে। এ ঘটনায় সোমবার রাতেই গোলাপ নবীগঞ্জ থানায় একটি মামলা করেন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।”

খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চরগাঁও গ্রামের নয়াবাড়ি কবরস্থানের পাশে গোলাপের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয় বলে জানান তিনি।

ওসি বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।