পাটুরিয়ায় ফেরির পন্টুন থেকে গাড়ি পদ্মায়

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে পন্টুন থেকে একটি পাজেরো গাড়ি পদ্মায় পড়ে গেছে।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2017, 10:36 AM
Updated : 14 August 2017, 12:03 PM

সোমবার সকালে তিন নম্বর ঘাটে পন্টুন থেকে গাড়িটির পেছনের অংশ নদীতে পড়ে যায় বলে জানান পাটুরিয়া নৌ থানার ওসি আমিনুল ইসলাম।

এ সময় গাড়িতে চার আরোহী থাকলেও কেউ হতাহত হননি বলে জানান তিনি।

ওসি আমিনুল বলেন, সকাল ১০টার দিকে পাটুরিয়া তিন নম্বর ফেরিঘাটের পন্টুনে গাড়িটি রেখে চালক টিকেট কাউন্টারে যান। এ সময় ফেরি থেকে যান বাহন নামার সময় পন্টুনটি কাত হয়ে গেলে গাড়িটির পেছনের অংশ নদীতে পড়ে যায় এবং সামনের অংশ পন্টুনে আটক থাকে।

স্থানীয়রা ভেতরে থাকা চার আরোহীকে বের করে আনে।পরে বিআইডব্লিউটিএ রেকার দিয়ে গাড়িটি টেনে তুললে আরোহীদের নিয়ে গন্তব্যের উদ্দেশে ফেরিতে ওঠে বলে জানান তিনি।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, অসাবধানতাবশত চালক গিয়ার লক না করেই টিকেট কাউন্টারে যান। এ কারণে ফেরিতে অন্য যান বাহন ওঠানামার সময় ঝাঁকুনিতে এ ঘটনা ঘটে।