ঘষিয়াখালী চ্যানেলে নৌচলাচল শুরু

বাগেরহাটের রামপাল উপজেলায় কার্গো শ্রমিকদের ওপর ড্রেজার শ্রমিকদের হামলার পর বন্ধ করে দেওয়া ঘষিয়াখালী চ্যানেলে নৌচলাচল শুরু হয়েছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2017, 03:45 AM
Updated : 14 August 2017, 03:46 AM

কালিগঞ্জ খেয়াঘাটে রোববার বিকালে শ্রমিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের বৈঠকে শ্রমিকরা চ্যানেল খুলে দিতে রাজি হয়।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তুষার কুমার পাল বলেন, বৈঠকে ড্রেজার কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। নৌযান ভাংচুর ও শ্রমিকদের মারধরের ক্ষতিপূরণ বাবদ এক লাখ টাকা পরিশোধ করার পর সন্ধ্যায় চ্যানেলে নৌচলাচল স্বাভাবিক হয়।

ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য সবাইকে সতর্ক করা হয়েছে বলে তিনি জানান।

শনিবার সকালে উপজেলার বাঁশতলি এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের মাতৃবাংলা ড্রেজিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নামে একটি ড্রেজার নদী খনন করছিল।

এ সময় মংলা বন্দর থেকে ফ্লাইঅ্যাশ (সিমেন্ট তৈরির কাঁচামাল) নিয়ে এমভি গালভ-৭ নামে একটি কার্গো ঢাকার দিকে যাওয়ার পথে ড্রেজারকে ধাক্কা দেয়।

ড্রেজার শ্রমিকরা কার্গোয় ভাংচুর চালায়, শ্রমিকদের মারধর করে। এর জেরে বাংলাদেশ লঞ্চ লেবার শ্রমিক অ্যাসোসিয়েশনের শ্রমিকরা রামপালে জড়ো হয়ে শনিবার সন্ধ্যায় চ্যানেলটিতে নৌচলাচল বন্ধ করে দেয়।