ফেনীতে পানিতে ডুবে ফুটবলারের মৃত্যু

ফেনীতে পানিতে ডুবে এক ফুটবল খেলোয়াড়ের মৃত্যু হয়েছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2017, 02:59 PM
Updated : 13 August 2017, 03:53 PM

রোববার সন্ধ্যায় ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়াম সংলগ্ন পুকুরে ডুবে তার মৃত্যু হয় বলে জেলা ফুটবল অ্যসোসিয়েশনের কাউন্সিলর ও যুব ফুটবল প্রশিক্ষক মো. তৌহিদুল ইসলাম তুহিন জানান।

মৃত হাসান রাহিদ (১৭)  শহরের গোডাউন কোয়াটার এলাকার জিএ একাডেমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গোলাম কিবরিয়ার ছেলে। তিনি ফেনী স্পোর্টস একাডেমির ও জেলা অনূর্ধ্ব ১৬ দলের ক্যাপ্টেন ছিলেন।

তৌহিদুল ইসলাম তুহিন জানান, হাসান রাহিদ প্রতিদিনের মতো রোববার ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে প্রশিক্ষণ করে। বৃষ্টিতে মাঠ ভেজা ও কাদা থাকায় প্রশিক্ষণ শেষে স্টেডিয়াম সংলগ্ন পুকুরে হাত মুখ ধুতে যায়।

“এসময় পা পিছলে পুকুরে পড়ে ডুবে যায়। পরে অন্য খেলোয়াড়রা জানতে পেরে পুকুরে নেমে তাকে খুঁজতে থাকে। ঘণ্টা খানেক পর রাহিদকে উদ্ধার করে ফেনী ডায়াবেটিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

স্টেডিয়ামে প্রশিক্ষণরত খেলোয়াড়দের গোসল ও হাতমুখ ধোয়ার কোনো ব্যবস্থা না থাকায় খেলোয়াড়রা স্টেডিয়ামের পাশে পুকুরে যায় বলে জানান তিনি।