পঞ্চগড়-ঠাকুরগাঁও রেল বন্ধ ২ দিন

রেল লাইনের উপর বন্যার পানি থাকায় পঞ্চগড় ও ঠাকুরগাঁও ট্রেন চলাচল দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2017, 12:24 PM
Updated : 13 August 2017, 12:24 PM

ঠাকুরগাঁও রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মোতাহার হোসেন জানান, ক্ষতিগ্রস্ত রেল লাইনের বেশ কিছুটা অংশ শনিবার সংস্কার করা হয়; কিন্তু রেললাইনের উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হওয়ায় সেই কাজ টেকেনি।

“লাইনের উপর থেকে পানি না নামা পর্যন্ত সংস্কার কাজ করে কোনো লাভ হবে না। এ কারণে রোববারও কোনো কাজ করা যায়নি। তাই আজও কোনো ট্রেন চলবে না।”

সোমবার সংস্কার কাজ শেষ হবে বলে আশা করছেন তিনি।

পঞ্চগড় রেলওয়ে স্টেশন মাস্টার বজলুর রহমান জানান, পঞ্চগড়ের নয়নিবুরুজ ও কিসমত স্টেশনের মাঝামাঝি এলাকায় রেল লাইনের পাথর ও মাটি পানির তীব্র স্রোতে ভেসে যায়। কোনো কোনো এলাকায় দুই থেকে পাঁচ ফুট পর্যন্ত গভীর গর্তের সৃষ্টি হয়েছে।

প্রায় দুই কিলোমিটার এলাকায় রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।

এ রুটের চারটি ট্রেনে প্রতিদিন কয়েকশ যাত্রী যাতায়াত করে বলেও তিনি জানান।