গ্রিন লাইন বাসে ফেন্সিডিল, চালকসহ আটক ৪

ঢাকার আশুলিয়ায় বিলাশবহুল ‘গ্রিন লাইন পরিবহনের’ একটি বাস থেকে ফেনসিডিল উদ্ধারের পর চালক ও সুপারভাইজারসহ চার জনকে আটক করেছে পুলিশ।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2017, 11:52 AM
Updated : 13 August 2017, 11:52 AM

রোববার ঢাকা-আরিচা মহাসড়কে নবীনগর বাসস্ট্যান্ডে বাসটিতে তল্লাশি চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

আটকরা হলেন বাসের চালক মো. হারুন,  সুপারভাইজার সোহেল উদ্দিন, চালকের সহকারী শাহ আলম ও বাসযাত্রী রজনুর জামান নিয়ল।

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম জানান, গোপন সংবাদ পেয়ে কলকাতা থেকে ঢাকাগামী গ্রিন লাইন পরিবহনের একটি এসি বাসে তল্লাশি চালিয়ে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

“ঘটনায় জড়িত অভিযোগে চালকসহ চারজন আটক করা হয়েছে।

বাসের ভিতর বিভিন্ন সিট ও বক্সে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ছিল ফেনসিডিলের বোতলগুলো।”

এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।