পানি নেমে যাওয়ায় আখাউড়ায় আমদানি-রপ্তানি শুরু

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি নেমে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ফের আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2017, 10:51 AM
Updated : 13 August 2017, 11:12 AM

একদিন বন্ধ থাকার পর রোববার সকাল থেকে পুরোদমে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে বলে স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা জানান।

এছাড়া দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপারও স্বাভাবিক হয়েছে।

কোমর সমান পানিতে স্থলবন্দর ও এর আশপাশের এলাকা প্লাবিত হওয়ার কারণে শনিবার এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।

ফোরকান আহমেদ খলিফা বলেন, ঢাকা-আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক মহাসড়ক ও শুল্ক স্টেশন এবং ইমিগ্রেশন কার্যালয় থেকে পানি সরে যাওয়ায় বন্দরের আমদানি-রপ্তানিসহ সব ধরণের কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

সকাল থেকে পণ্যবোঝাই বেশ কয়েকটি ট্রাক আগরতলায় প্রবেশ করেছে বলে জানান তিনি।