কার্গো শ্রমিকদের মারধর, ঘষিয়াখালী চ্যানেলে নৌ চলাচল বন্ধ

বাগেরহাটের মংলায় কার্গো শ্রমিকদের উপর একদল শ্রমিকের হামলার ঘটনায় ঘষিয়াখালী চ্যানেল দিয়ে নৌযান চলাচল বন্ধ রয়েছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2017, 07:25 AM
Updated : 13 August 2017, 07:56 AM

রোববার সকাল থেকে এই চ্যানেল দিয়ে কার্গো, অয়েল ট্যাঙ্কার ও বার্জ চলাচল বন্ধ রয়েছে বলে ‘বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন’ মংলা উপজেলা শাখা সভাপতি মো. আনোয়ার হোসেন জানান।

আনোয়ার হোসেন জানান, শনিবার সকাল সোয়া ৬টার দিকে রামপাল উপজেলার বাঁশতলি এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ)-এর মাতৃবাংলা ড্রেজিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নামে একটি ড্রেজার নদী খনন করছিল।

“এ সময় মংলা বন্দর থেকে ফ্লাই আ্যাশ (সিমেন্ট তৈরির কাঁচামাল) নিয়ে এমভি গ্লাভ ৭ নামের একটি কার্গো ঢাকার দিকে যাচ্ছিল। কার্গোটি পথে ওই ড্রেজারকে ধাক্কা দেয়।

“এতে ক্ষিপ্ত হয়ে ড্রেজারের শ্রমিকরা কার্গোতে উঠে ভাংচুর চালায় এবং এর শ্রমিকদের মারধর করে। এতে কার্গোর মাস্টার আজিজার রহমানসহ আরও তিন-চারজন আহত হন।”

পরে সন্ধ্যায় দুই মালিক পক্ষের বৈঠক হলেও এর কোনো সমাধান হয়নি বলে জানান তিনি।

রামপাল থানার ওসি বেলায়েত হোসেন জানান, রোববার দুপুরে কার্গো ও ড্রেজার মালিকপক্ষের সঙ্গে বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েসনের বৈঠকের কথা রয়েছে।