মহাস্থান গড়ে ফাটল ধরা সেতু মেরামতের উদ্যোগ

বগুড়ার মহাস্থান গড়ে ফাটল ধরা সেতু মেরামতের উদ্যোগ নিয়েছে সড়ক বিভাগ।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2017, 07:08 AM
Updated : 12 August 2017, 07:08 AM

জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান জানান, সেতুর ফাটল ও দেবে যাওয়া অংশে বেইলি ব্রিজ নির্মাণ করে আপাতত সব ধরনের যান চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছে।

বেইলি ব্রিজের মাধ্যমে ফাটল ধরা সেতুর মূল অংশে নিচ থেকে পাইপ সাপোর্ট দিয়ে কাজ সম্পন্ন করা হবে জানিয়ে তিনি বলেন, প্রায় এক সপ্তা সময় লাগবে সেতুটিকে সব ধরনের যান চলাচলের উপযোগী করতে।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে মহাস্থান গড়ে করতোয়ায় নদীর একটি সেতুতে ফাটল দেখা দেওয়ার পর থেকে বাস ও হালকা যান ধীরে ধীরে সেতু পার হলেও ভারি গাড়ি চলছে মহাস্থান-শিবগঞ্জ সড়ক হয়ে ১০ কিলোমিটার ঘুরে।

পরে বগুড়া শহরতলির বারপুর ও বুড়িগঞ্জ-নামুজা হয়ে আরও একটি ছোট রাস্তায়ও ভারি যান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে সাময়িকভাবে।

এসব ছোট রাস্তায় ভারি যান চলাচলের ফলে যানজটে নাকাল হচ্ছে এলাকাবাসী।