নোয়াখালীতে বিএনপি নেতকর্মীদের লাঠিপেটা পুলিশের

নোয়াখালীতে বিএনপির কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় স্থানীয় নেতাকর্মীদের লাঠিপেটা ও ফাঁকা গুলি ছুড়ে ছত্রভঙ্গ করেছে পুলিশ। তবে শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতা মওদুদ আহমদের বাড়িতে সভা করেছেন তারা।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2017, 01:27 PM
Updated : 11 August 2017, 01:53 PM

পুলিশের লাঠিপেটায় বিএনপি তাদের পাঁচ নোতকর্মী আহত হওয়ার দাবি করলেও পুলিশ অস্বীকার করেছে।

শুক্রবার কবিরহাট ও কোম্পানিগঞ্জ উপজেলায় দুদফায় তারা পুলিশের বাধার মুখে পড়েন।

কবিরহাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিটন চৌধুরী বলেন, বেলা ১১টার দিকে উপজেলা সদরে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচি ছিল। কিন্তু পুলিশ তাদের কর্মসূচি করতে দেয়নি।

এরপর তারা কর্মসূচি কেন্দ্রীয় নেতা মওদুদ আহমদের বাড়ি কোম্পানিগঞ্জ উপজেলার মানিকপুরে করার সিদ্ধান্ত নেন বলে জানান লিটন।

কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান বলেন, তাদের সভা করার কোনো অনুমতি ছিল না। তাই তাদের সভা করতে দেওয়া হয়নি।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম বলেন, কোম্পানিগঞ্জে দলীয় নেতা-কর্মীরা মিছিল নিয়ে উপজেলার মানিকপুরে মওদুদের বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে বসুরহাট পূর্ব বাজারে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

“পুলিশ বিনা উস্কানিতে তাদের মিছিলে লাঠিচার্জ ও গুলি ছোড়ে।”

এ সময় বসুরহাট পৌরসভার সাবেক মেয়র কামালউদ্দিনসহ পাঁচ নেতা-কর্মী আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে দাবি তার।  

কোম্পানীগঞ্জ থানার ওসি সৈয়দ ফজলে রাব্বি বলেন, তাদের কর্মসূচি ছিল কোম্পানীগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামে। কিন্তু তারা বসুরহাটে মিছিল করায় পুলিশ তাদের লাঠিপেটা ও ফাঁকা গুলি ছোড়ে।

তবে এতে কেউ আহত হয়নি বলে দাবি করেন এ পুলিশ কর্মকর্তা।