ভোলায় ট্রলারসহ ৩ মাঝিকে ‘অপহরণ’

ভোলায় মেঘনা নদীতে মাছ ধরতে যাওয়া তিনটি ট্রলারসহ তিন মাঝিকে অপহরণের খবর পাওয়া গেছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2017, 11:09 AM
Updated : 11 August 2017, 11:09 AM

শুক্রবার দৌলতখান উপজেলার মদনপুর মৎস্য আড়ত মালিক আবদুল খালেক এ খবর জানিয়েছেন। তবে অপহরণের বিষয়টি নিশ্চিত করেনি পুলিশ বা প্রশাসনের কেউ।

আবদুল খালেক বলেন, “বৃহস্পতিবার রাত ৩টার দিকে তিনটি ট্রলার নিয়ে জেলেরা মেঘনার মদনপুর সংলগ্ন বাইরের চর এলাকায় ইলিশ শিকার করছিল। ওই সময় ট্রলার তিনটিসহ তিন মাঝিকে অপহরণ করা হয়।

“বাকিদের ছেড়ে দেয় বলে ট্রলার থেকে ফিরে আসা জেলেরা জানিয়েছেন।”

খালেক বলেন, তারা জানান- ওই সময় একদল জলদস্যু ট্রলারগুলোকে ঘিরে ফেলে এবং অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলার তিনটির মাঝি সফিক, হিরন ও নাছিরকে অপহরণ করে নিয়ে যায়।

দৌলতখান থানার ওসি এনায়েত হোসেন বলেন, ট্রলার ডাকাতির খবর পুলিশকে কেউ জানায়নি। পুলিশ এখন এ ব্যাপারে খোঁজ-খবর নিবে।