সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার উপর

টানা বর্ষণে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার উপর উঠেছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2017, 09:45 AM
Updated : 11 August 2017, 10:39 AM

শুক্রবার বেলা ২টায় ষোলঘর পয়েন্টে এ নদীর পানি বিপদসীমার ৪৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সিদ্দিকুর রহমান ভূইয়া।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১২৫ মিলিমিটার গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদীর তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হতে পারে বলে জানান তিনি।

এদিকে, সুনামগঞ্জ-তাহিরপুর সড়কে সড়কের বেশ কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। সড়কের শক্তিয়ারখলায় পানি ওঠায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে এই সড়কে চলাচলকারী সাধারণ মানুষ বিপাকে পড়েছেন।

জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেন, জেলার ১১টি উপজেলার ইউএনওদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছ। বন্যার ব্যাপারে জেলা প্রশাসন সজাগ রয়েছে।