গোপালগঞ্জে পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিনয়কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2017, 08:56 AM
Updated : 11 August 2017, 05:04 PM

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতিরিক্ত ফি নেওয়ার কথা অকপটে স্বীকার করেছেন।

এ বছর বোর্ড নির্ধারিত জেএসসির ফরম পূরণ ফি ১০০ টাকা। আর এসএসসি ভোকেশনাল পরীক্ষার ফি ১২৩০ টাকা। কিন্তু নেওয়া হয়েছে ৪০০ থেকে ২২০০ টাকা।

শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করেছেন, অতিরিক্ত ফি নেওয়া হলেও রশিদ দেওয়া হয়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাস অতিরিক্ত ফি নেওয়ার কথা স্বীকার করে বলেন, “আমরা জেএসসির জন্য ৪০০ টাকা এবং এসএসসির জন্য ২২০০ টাকা করে নিয়েছি।”

রশিদ না দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “বেসরকারি বিদ্যালয়ে ফরম পূরণের টাকা নিয়ে রশিদ দেওয়ার কোনো বিধান নেই।”

অতিরিক্ত টাকা নেওয়া হয় কেন এ প্রশ্নে তিনি বলেন, “বোর্ডে যাতায়াতসহ নানা ধরনের খরচ আছে।”

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, “শিক্ষার্থীদের কাছ থেকে কোনো টাকা নিলে অবশ্যই রশিদ দিতে হবে। অতিরিক্ত ফি নিয়ে ফরম পূরণ করে থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”