শেরপুরে হাতির হামলায় কৃষক নিহত

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বুনো হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও দুইজন।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2017, 04:04 AM
Updated : 11 August 2017, 04:04 AM

শ্রীবরদী থানার ওসি মো. রেজাউল হক জানান, বৃহস্পতিবার রাতে বুনো হাতির দল রানী শিমুল ইউনিয়নের গারো পাহাড় সংলগ্ন মালাকুচা গ্রামে এই হামলা চালায়।

নিহত আবদুল হাই (৬৫) ওই গ্রামের কডু মণ্ডলের ছেলে।

আহতরা হলেন – একই গ্রামের আঙ্গুরী বেগম (৫০) ও তার নাতি মাখন খাতুন (৭)।

আহতদের শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে একদল বুনো হাতি পাহাড় থেকে নেমে এসে গ্রামের বিভিন্ন বাড়িঘরে হামলা করে। গ্রামবাসী ছুটোছুটি করে পালানোর সময় আব্দুল হাই হাতির পায়ে পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান। নাতিকে কোলে করে পালাতে থাকা আঙ্গুরীকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আঁছাড় দিলে নানি-নাতি দুইজনই আহত হয়।