বরিশালে ৬ জেলায় বাস ধর্মঘট স্থগিত

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর দক্ষিণের ছয় জেলায় বাস ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয়েছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2017, 04:18 PM
Updated : 10 August 2017, 04:18 PM

বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন বলেন, বৃহস্পতিবার রাতে বরিশাল বিভাগীয় প্রশাসন ও পুলিশের প্রশাসনের সঙ্গে সমিতির বৈঠকে দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া সামনে ঈদুল আজহা ও জাতীয় শোক দিবস রয়েছে।

“এ কারণে ধর্মঘট আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।”   

এরপরও দাবি পূরণ না হলে আবার কর্মসূচি দেওয়া হবে বলে তিনি জানান।

দুই দফা দাবিতে বরিশাল থেকে দক্ষিণের ছয় জেলার ৩৬ রুটে বাস চলাচল বন্ধ হয় বৃহস্পতিবার ভোরে। এতে যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়ে।

কাওছার হোসেন শিপন বলেন, গত ৮ অগাস্ট বরিশাল সদর উপজেলার খয়রাবাদ সেতু এলাকায় বাস চালকদের কাছে চাঁদা দাবি করে স্থানীয় সন্ত্রাসীরা। খবর পেয়ে অন্যান্য বাস মালিকদের নিয়ে মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম খোকন ঘটনাস্থলে গেলে তাদের উপর হামলা হয়।

“এ ঘটনায় পুলিশ মামলা না নেওয়ায় এবং নিষেধাজ্ঞার পরেও মহাসড়ক ও আঞ্চলিক সড়কে থ্রি হুইলার চলাচল বন্ধ না হওয়ায় বুধবার সন্ধ্যায় বরিশাল, ঝালকাঠী, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর জেলার বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা এক বৈঠক শেষে ধর্মঘটের সিদ্ধান্ত নেন।”