বাগেরহাটে হাসপাতালের চিকিৎসক-কর্মচারীর কাছে ‘চরমপন্থির’ চাঁদা দাবি

বাগেরহাটে একটি চরমপন্থি দলের পরিচয়ে সদর হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ের নয় চিকিৎসকসহ ২০ কর্মকতা-কর্মচারীর কাছে চাঁদা দাবি করা হয়েছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2017, 03:00 PM
Updated : 10 August 2017, 03:00 PM

পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) পরিচয়ে এ চাঁদা দাবি করা হয় বলে পুলিশ জানিয়েছে।

এই ঘটনায় বৃহস্পতিবার বিকালে বাগেরহাটের সিভিল সার্জন অরুণ চন্দ্র মন্ডল একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বাগেরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন অরুণ চন্দ্র মন্ডল বলেন, নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দলের নেতা পরিচয় দিয়ে হাতকাটা বিপ্লব নামে এক ব্যক্তি সিভিল সার্জন অফিসের নয় চিকিৎসকসহ ২০ জনকে ফোন করেন।

“তিনি আমার এই কর্মকর্তা কর্মচারীদের একটি ফোন নম্বর (০১৮৫৮৭২৫৭৯৪) দিয়ে বলেন- তাদের অনেক নেতাকর্মী নির্যাতনের শিকার হয়ে ভারতে চিকিৎসা নিচ্ছেন। তাদের চিকিৎসার জন্য টাকা লাগবে। তাই আপনাদের কাছে এই চাঁদা চাওয়া হচ্ছে।”

এই চাঁদার টাকা না পেলে সবাইকে হত্যা করা হবে বলে ওই ব্যক্তি হুমকি দেন বলে জানান সিভিল সার্জন।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর তৎপরতায় বাগেরহাটে এখন চরমপন্থিরা কোণঠাসা। তবে একটি চক্র চরমপন্থি দলের পরিচয় দিয়ে ফোন করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছাড়াচ্ছে।

চরমপন্থিদের পরিচয়ে কেউ চাঁদা চাইলে তা না দিয়ে পুলিশকে অবহিত করার অনুরোধ করেন তিনি।