নোয়াখালীতে টর্নেডো, আহত ২০

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দুই গ্রামে টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2017, 01:44 PM
Updated : 10 August 2017, 01:45 PM

বৃহস্পতিবার দুপুরে চরএলাহি ইউনিয়নের ৫০টি কাঁচা ঘরবাড়ি, পোল্ট্রি ফার্ম, দোকানপাট বিধ্বস্ত হয়েছে। ভেঙে গেছে বহু গাছপালা।

আহতদের মধ্যে রয়েছেন সুমাইয়া আক্তার, ফারহানা আক্তার, পারুল বেগম, ফাতেমা বেগম, রৌশন আরা বেগম, সুমি, রওশন আরা, সেফালী বেগম, জোৎস্না বেগম, জরিনা বেগম, পিংকি, সুবর্ণা, আবু মিয়া, শহিদ উল্যাহ, কিরণ ও পুস্প।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হলো- চরনেংটা ও উত্তর চর এলাহি।

চর এলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক জানান, দুপুর সোয়া ১টার সময় হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই টর্নেডো আঘাত হানে। এতে ওই এলাকার ৫০টিরও বেশি কাঁচা ঘরবাড়ি, ১৫টি পোল্ট্রি ফার্ম ও দোকানপাট নিমিষে উড়ে যায়।