প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেওয়ার অভিযোগে নড়াইলের লোহাগড়ায় ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2017, 10:50 AM
Updated : 10 August 2017, 10:50 AM

গ্রেপ্তার লেলিন খান (২২) লোহাগড়া পৌর ছাত্রদলের সহ-সভাপতি এবং লোহাগড়া মশাঘুনি গ্রামের মৃত দুলাল খানের ছেলে।

লোহাগড়া থানার এসআই সাইফুল ইসলাম জানান, নড়াইল পৌরসভার হাতির বাগান এলাকা থেকে বুধবার রাতে তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বরাত দিয়ে তিনি জানান, বুধবার সকালে লেলিন খান ফেইসবুকে ফারিয়া জাহান রিয়া নামে আইডির একটি পোস্ট শেয়ার করেন। ওই পোস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের ছবি বিকৃত করে প্রকাশ করা হয়েছে।

এ ঘটনায় নড়াইল জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ ছগির উদ্দিন সনেট বাদী হয়ে বুধবার রাতে লেলিন ও ফারিয়া জাহান রিয়ার নামে তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন বলে জানান এসআই সাইফুল।

এ ব্যাপারে লেলিন খান দাবি করেন, কে বা কারা তার ফেইসবুক আইডি হ্যাক করে এ সব ছবি পোস্ট করেছে।

এ ঘটনায় তিনি ফেইসবুকে পোস্ট দিয়ে ক্ষমাও চেয়েছেন বলেও জানান।