টাঙ্গাইলে ১৪ জেএমবির ২০ বছর সাজা

বারো বছর আগে দেশব্যাপী একযোগে বোমা বিস্ফোরণের মামলায় ১৪ জেএমবিকে ২০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে টাঙ্গাইলের একটি আদালত।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2017, 11:47 AM
Updated : 8 August 2017, 02:18 PM

মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিয়া এ রায় দেন বলে জানান আদালত পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম।

রায়ে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়, যা অনাদায়ে আরও তিন বছর করে সশ্রম কারাভোগ করতে হবে তাদের।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৫ সালের ১৭ অগাস্ট সারাদেশের মতো টাঙ্গাইল কোর্ট চত্বর, শহীদ জগলু রোড ও বেবিস্ট্যান্ড এলাকায় জেএমবি সদস্যরা একযোগে বোমা বিস্ফোরণ ঘটায়। 

ওই ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়। 

পরিদর্শক আনোয়ারুল জানান, ২০১২ সালের ১২ ডিসেম্বর টাঙ্গাইল মডেল থানার এসআই মো. বোরহান উদ্দিন এই মামলার অভিযোগপত্র দাখিল করেন।

মামলার ১৭ আসামির মধ্যে তিন জন মারা গেছেন। দণ্ডিত ১৪ জনের মধ্যে ১০ জন টাঙ্গাইল কারাগারে রয়েছেন। চার জন পলাতক রয়েছেন বলে জানান আনোয়ারুল।