শাহবাজপুরে অনুসন্ধান কূপ খনন উদ্বোধন

ভোলার বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুরে একটি গ্যাস অনুসন্ধান কূপ খনন কাজের উদ্বোধন করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2017, 04:17 PM
Updated : 6 August 2017, 04:17 PM

রোববার সন্ধ্যায় এ উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ভোলা হবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় জেলা। এখানে রয়েছে অতি মূল্যবান শাহবাজপুর গ্যাস ফিল্ডের চারটি কূপ, যা থেকে প্রতিদিন ৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব।

“রয়েছে ৫০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ প্লান্ট, যার মধ্যে ২৫০ মেগাওয়াট উৎপাদনে রয়েছে। অবশিষ্ট ২৫০ মেগাওয়াট শীঘ্রই উৎপাদনে যাবে।”

নদী ভাঙ্গন সমস্যা সমাধানে এক হাজার ছয়শ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে এবং ভোলা-বরিশাল সেতুর নির্মাণ কাজ অচিরেই শুরু হবে জানিয়ে তোফায়েল বলেন, যোগাযোগ ব্যবস্থার সুবিধার কারণে এ জেলায় গড়ে উঠবে শিল্প কারখানা। ফলে এখানকার যুবকদের কর্মসংস্থান হবে।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশকে উন্নয়নের মহাসড়কে তুলে নিয়ে এসেছেন। উন্নয়নের গতিকে আরও বেগবান করতে জ্বালানি নিরাপত্তার প্রয়োজন। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হলে অর্থনীতি নিরাপত্তা নিশ্চিত হবে।

“এজন্য গ্যাসের চাহিদা পূরণের লক্ষ্যে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী গ্যাস উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা করছে।  রুপকল্প ২০২১ বাস্তবায়নের জন্য ১০০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করার পরিকল্পনা গ্রহণ করেছে, যার ধারাবাহিকতায় বাপেক্স ১০৮টি কূপ খননের পরিকল্পনা গ্রহণ করেছে।”

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিমউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মুনসুর মোহম্মদ ফয়জুল্লাহও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, বাপেক্স ব্যবস্থাপনা পরিচালক মো. নওশাদ ইসলাম, পৌর মেয়র রফিকুল ইসলাম প্রমুখ।