চিকিৎসার নামে অশ্লীল ভিডিও ধারণ, ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

মাদারীপুরের রাজৈর থেকে এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে, যিনি চিকিৎসার নামে অশ্লীল ভিডিও ধারণ করতেন বলে জানিয়েছে র‌্যাব।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2017, 01:25 PM
Updated : 6 August 2017, 01:25 PM

রোববার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মাদারীপুর র‌্যাব-৩ ক্যাম্পের কমান্ডার মেজর মো. রাকিবউজামান।

গ্রেপ্তার কাজী নিজামউদ্দিনের (৩০) বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে।

মেজর রাকিবউজামান বলেন, শনিবার রাতে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে অভিযান চালিয়ে ‘ভুয়া চিকিৎসক’ কাজী নিজামউদ্দিন শুভকে আটক করা হয়। এ সময় আটটি মোবাইল ফোন এবং ১৬টি সীম কার্ড, পর্ণ ভিডিও, ল্যাপটপ, ক্যামেরা ও পেনড্রাইভ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, নিজামউদ্দিন নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে চেম্বার খুলে চিকিৎসার নামে নারীদের অশ্লীল ভিডিও ধারণ ও তা প্রচারের ভয় দেখিয়ে অর্থ আত্মসাত করে আসছিলেন।

নিজামউদ্দিন এসএসসিও পাশ করেননি বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।