নড়াইলে শিশুর মৃত্যু, স্বজনরা দুষছেন ভিটামিন-এ ক্যাপসুলকে

নড়াইলের লোহাগড়া উপজেলায় ১৬ মাস বয়সের এক শিশুর মৃত্যুর পর ভিটামিন-এ ক্যাপসুলকে দুষছেন তার স্বজনরা।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2017, 04:05 PM
Updated : 5 August 2017, 04:05 PM

শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার লাহুড়িয়া গ্রামে নুরীল কাজী নামে শিশুটির মৃত্যু হয় বলে তার বাবা মান্নান কাজী জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল ১১টার দিকে আমার ছেলেকে লাহুড়িয়ার সৈয়দ বাড়ির টিকাদান কেন্দ্র থেকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়। বাড়ি ফিরে বুকের দুধ খাওয়ানোর পর শিশুটি ঘুমিয়ে পড়ে।

“দুপুর দেড়টার দিকে ঘুম থেকে ডেকেও শিশুটিকে উঠাতে না পেরে ওর মা চিৎকার করে। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পান।”

ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর কারণে তার ‘সুস্থ্ শিশুর’ মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন মান্নান কাজী।

তার অভিযোগ নাকচ করে নড়াইলের সিভিল সার্জন আমিন আহম্মেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ৯০ ভাগ নিশ্চিত যে, শিশুটি অন্য কোনো কারণে মারা গেছে। শিশুটি আগের বারও এ ক্যাপসুল খেয়েছিল।”

শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে রোববার ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

নড়াইল সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, শিশু নুরীল কাজীর লাশ রাতে পুলিশ হেফাজতে থাকবে এবং রোববার সদর হাসপাতালে তার ময়নাতদন্ত হবে।

শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারা দেশে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।