নেত্রকোণায় জজ পরিচয়ে প্রতারণা, আটক ৩

নেত্রকোণায় জেলা জজ পরিচয়ে প্রতারণার অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2017, 02:51 PM
Updated : 4 August 2017, 02:51 PM

অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুল হক জানান, বৃহস্পতিবার রাতে গাজীপুরের জয়দেবপুর থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার দুপুরে তাদেরকে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয় বলে জানান আশরাফুল।

আটকরা হলেন- কুড়িগ্রামের রৌমারি উপজেলার বকবান্দা নামাপাড়া গ্রামের মো. শিপন (২০) ও মো. মাসুদ রানা (৪০) এবং রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ গ্রামের রাজু আহম্মেদ (৪০)।

আশরাফুল জানান, বৃহস্পতিবার সকালে নেত্রকোণা জেলা জজ পরিচয় দিয়ে এক ব্যক্তি জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদকে ফোন করে বলেন- গাজীপুরে আঞ্জুমান মফিদুল ইসলামের হেফাজতে নেত্রকোণার এক লোকের মরদেহ আছে।

“লাশটি নেত্রকোণায় পাঠাতে ৩৫ হাজার টাকা লাগবে। এর মধ্যে ১৪ হাজার টাকা জেলা জজ ও তার সহকর্মীরা মিলে দিয়েছেন।”

আশরাফুল বলেন, ওই লোক বাকি টাকা চাইলে আব্দুল ওয়াহেদ দিতে রাজি হন। তখন ওই লোকের দেওয়া বিকাশ নম্বরে ২১ হাজার ৪২০ টাকা পাঠান আব্দুল ওয়াহেদ।

কিন্তু এর পরপরই ওয়াহেদ বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। তখন বিষয়টি পুলিশে জানালে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই নাজমুল হাসান অভিযান চালিয়ে ‘প্রতারক চক্রের’ এই তিন সদস্যকে আটক করেন।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, থানায় আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।