রংপুর সিটি করপোরেশনে এক হাজার ১২ কোটি টাকার বাজেট

২০১৭-১৮ অর্থবছরের জন্য রংপুর সিটি করপোরেশন এক হাজার ১২ কোটি ৭৮ লাখ ২৯ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2017, 11:52 AM
Updated : 2 August 2017, 11:52 AM

বুধবার দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু।

এবার বাজেটে করের আওতা বাড়ানো হয়েছে উল্লেখ করে মেয়র বলেন, করপোরেশনের নিজস্ব ৫৫টি খাত থেকে কর বাবদ আয় ধরা হয়েছে ৯০ কোটি ৮৫ লাখ ৫২ হাজার টাকা। এবার নতুন করে করারোপ করা হয়নি।

“সরকারের বার্ষিক উন্নয়ন তহবিল (এডিপি) ও বিদেশি সংস্থার কাছ থেকে অনুদানের সম্ভাব্য আয় ৯২১ কোটি ৯২ লাখ ৭৭ হাজার টাকা ধরা হয়েছে। নগরের উন্নয়ন খাতে সর্বোচ্চ ৯২১ কোটি ৯২ লাখ ৭৭ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। এর পুরোটাই আসবে অনুদান থেকে।”

সরফুদ্দিন আরও জানান, গত অর্থবছরে ৮০১ কোটি ২৪ লাখ ৭ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল। যার ৯০ শতাংশ বাস্তবায়ন হয়েছে।

এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতার হোসেন আজাদ, সচিব আবু সালেহ মোহাম্মদ মুসা সহ কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।