তুফানের ভাই মতিনকে যুবলীগ থেকে বহিষ্কার

বগুড়ায় এক কিশোরীকে ‘ধর্ষণ’ ও মাসহ তার মাথা ন্যাড়া করার ঘটনায় আলোচিত তুফানের বড় ভাই আব্দুল মতিন সরকারকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2017, 04:17 PM
Updated : 1 August 2017, 04:44 PM

মঙ্গলবার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু এ কথা জানান।

আব্দুল মতীন শহর যুবলীগের যুগ্ম সম্পাদক ছিলেন।

আমিনুল ইসলাম বলেন, “কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদকের সাথে কথা বলে এ বিষয়টি নিশ্চিত হয়েছি। মতিনের অনৈতিক কাজের কারণে দলের ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে, এ জন্যই তাকে বহিষ্কার করা হয়েছে।”

বগুড়ায় কিশোরীকে ভালো কলেজে ভর্তির প্রলোভন দেখিয়ে ১৭ জুলাই ও পরে কয়েকবার ধর্ষণ করেন শহর শ্রমিক লীগের আহ্বায়ক তুফান। এ কাজে তাকে সহায়তা করেন তার কয়েকজন সহযোগী।

বিষয়টি জানতে পেরে তুফানের স্ত্রী আশা ও তার বড় বোন বগুড়া পৌরসভার সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকিসহ ‘একদল সন্ত্রাসী’ শুক্রবার দুপুরে ওই কিশোরী এবং তার মাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে তাদের মারধর করে নাপিত দিয়ে মা ও মেয়ের মাথা ন্যাড়া করে দেন।

এ ঘটনায় গ্রেপ্তার শহর শ্রমিক লীগ থেকে নেতা তুফান সরকারকে গত রোববার বহিষ্কার করা হয়। পরে তুফান ও তার স্ত্রী আশা, কাউন্সিলর রুমকি, শ্বশুর-শাশুড়ি, গাড়িচালক, নরসুন্দর ও মুন্না নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।