নড়াইলে বাস বন্ধ

নড়াইলের পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের ওপর হামলার প্রতিবাদে বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2017, 01:22 PM
Updated : 31 July 2017, 01:56 PM

সোমবার বেলা ৩টা থেকে জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক কাজী জহিরুল হক।

দুপুরে নড়াইল-লক্ষ্মীপাশা সড়কের মালিবাগ এলাকায় হামলার এ ঘটনা ঘটে বলে জানান তিনি।

হামলায় আহত নড়াইল বাস ও মিনিবাস মালিক সমিতির ক্রীড়া সম্পাদক রশিদ আহম্মেদ ও যশোর-নড়াইল সড়কের লাইন সেক্রেটারি বাবুল মোল্যাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মালিক সমিতির এ নেতা বলেন, যশোর মালিক সমিতির নেতাদের সঙ্গে কথা বলার জন্য মালিবাগ এলাকায় তারা তিনজন যান। এসময় সড়কে ইঞ্জিন চালিত অটোরিকশা চলাচলের বাধা দেওয়ার অভিযোগ তুলে সীমাখালী এলাকার ৮/১০ জন তাদের উপর হামলা চালায়।

নড়াইল জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম বলেন, হামলার প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে জেলার অভ্যন্তরীণ সব সড়কে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি দেলোয়ার হোসেন খান বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। আশা করছি দ্রুতই সমস্যার সমাধান হবে।