মাগুরায় পেট্রোল বোমায় ৫ শ্রমিক হত্যার বিচার শুরু

মাগুরার মঘির ঢালে পেট্রোল বোমা মেরে পাঁচ শ্রমিক হত্যা মামলায় বিএনপি জামায়াতের ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2017, 11:10 AM
Updated : 31 July 2017, 11:10 AM

সোমবার মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেন শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশে দেন বলে পিপি কামাল হোসেন জানান।

তিনি বলেন, ২০১৫ সালের ২১ মার্চ সন্ধ্যায় বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে মাগুরা-যশোর সড়কের মঘির ঢাল এলাকায় বালির ট্রাকে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নয় শ্রমিক দগ্ধ হন। ওই রাতেই দগ্ধ পাঁচ শ্রমিক মারা যান।

“এ ঘটনার পরদিন পুলিশ বাদী হয়ে জেলা বিএনপি ও জামায়াতের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা  করেন। মামলাটি গোয়েন্দা পুলিশে স্থানান্তরিত হলে ওই বছরের ১৬ অগাস্ট পরিদর্শক ইমাউল হক ছয়জননকে অব্যাহতি ও নতুন করে তিনজনকে অন্তর্ভুক্ত করে অভিযোগপত্র দেন।”