শেরপুরে শ্যালিকা হত্যায় ভগ্নিপতির মৃত্যুদণ্ড

শেরপুরের পাঁচ বছর আগে শ্যালিকাকে কুপিয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2017, 09:38 AM
Updated : 31 July 2017, 09:38 AM

সোমবার শেরপুরের অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ মোছলেহ উদ্দিন আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রণজিৎ চন্দ্র দাস ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধোপাগেছেন গ্রামের কেশব চন্দ্র দাসের ছেলে।

তিনি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতিবান্দা গ্রামে শ্বশুরবাড়ি থাকতেন।

মামলার নথি থেকে জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি শ্যালিকা চাঁনবালা রানী দাসকে দা দিয়ে কুপিয়ে জখম করেন রণজিৎ। গুরুতর অবস্থায় তাকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রণজিৎতের শ্বশুর মনেন্দ্র দাস বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি মামলা করেন।পরের দিন রণজিৎকে গ্রেপ্তার করে পুলিশ।

তদন্ত শেষে ঝিনাইগাতী থানার এসআই রফিকুল ইসলাম তালুকদার ওই বছরের ২ মে রণজিৎতের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিচারকাজ শুরু হয় বলে জানান অতিরিক্ত পিপি ঈমাম হোসেন ঠাণ্ডু।

এ মামলায় সাতজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।