চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় জেএমবি সদস্যের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে আট বছর আগের অস্ত্র মামলায় নিষিদ্ধ জঙ্গি দল জেএমবির এক সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2017, 07:49 AM
Updated : 31 July 2017, 07:49 AM

জেলার স্পেশাল ট্রাইবুনাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান সোমবার এ রায় ঘোষণা করেন। 

দণ্ডিত সেলিম ওরফে হারুন মিস্ত্রি (৩৪) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চর মোহনপুর গ্রামের দুরুল হুদার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিতি ছিলেন।

মামলার বিবরণে বলা হয়, র‌্যাব-৫ রাজশাহীর একটি দল ২০০৯ সালের ৭ জুলাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর গ্রামের একটি বাড়ি থেকে সেলিমকে আটক করে।

পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি পিস্তুল, দুটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব-৫ রাজশাহীর বিনোদপুর ক্যাম্পের এসআই আনোয়ার হোসেন ওই দিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সেলিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন।

ওই বছর ৬ অগাস্ট এসআই শাহিন আকন্দ সেলিমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।