বাগেরহাটে কথিত বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2017, 02:53 AM
Updated : 31 July 2017, 03:12 AM

র‌্যাব ৬-এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম জানান, উপজেলার কাহালপুর এলাকায় রোববার রাত ৩টার দিকে বাগেরহাট-মাওয়া মহাসড়কে গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর বলে জানালেও র‌্যাব তার পরিচয় বলতে পারেনি।

র‌্যাব কর্মকর্তা রফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্প্রতি বাগেরহাট-মাওয়া মহাসড়কে ঢাকাগামী পরিবহনে ডাকাতি বেড়ে গেছে। ডাকাতি প্রতিরোধে মোল্লাহাটে টহল চৌকি বসানো হয়।

“রাত ৩টার দিকে দুটি মোটরসাইকেলকে দাঁড়ানোর সিগনাল দিলে তারা র‌্যাবের দিকে গুলি ছোড়ে। র‌্যাব পাল্টা গুলি করলে একজন পড়ে যায়। তাকে গুলিবিদ্ধ অবস্থায় মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

অন্য আরও চারজন মোটরসাইকেল চালিয়ে ফকিরহাটের দিকে পালিয়ে যায় জানিয়ে র‌্যাব কর্মকর্তা রফিকুল বলেন, নিহত ব্যক্তির কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে।

“নিহত ব্যক্তি ডাকাতদলের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।”

লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।